রাশিয়াতে ফেসবুক ও টুইটারকে জরিমানা

১৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০৩  
নিষিদ্ধ কনটেন্ট মুছে না ফেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারকে জরিমানা করেছে রাশিয়া। মস্কোর একটি আদালত মঙ্গলবার ফেসবুককে পাঁচটি জরিমানায় সর্বমোট ২১ মিলিয়ন এবং টুইটারকে পাঁচ মিলিয়ন রাশিয়ান রুবল জরিমানা করে। খবর রয়টার্স। রাশিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোকে কঠোর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে দেশটির সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করার জন্যও এসব কোম্পানিকে দোষারোপ করা হয়। এরই ধারাবাহিকতায় দেশটিতে বিদেশি প্রযুক্তি জায়ান্টগুলোকে বিভিন্ন ধাপে জরিমানা করা হচ্ছে। দেশটিতে ইতিমধ্যে ফেসবুক সর্বমোট ৯০ মিলিয়ন এবং টুইটার ৪৫ মিলিয়ন রাশিয়ান বুরল জরিমানার শিকার হয়েছে। পর্নোগ্রাফি, মাদক কিংবা আত্মহত্যা বিষয়ক কনটেন্ট রাশিয়াতে নিষিদ্ধ। আর এসব নিষিদ্ধ কনটেন্ট মুছে ফেলার ক্ষেত্রে বরাবরই কঠোর ভূমিকা পালন করে দেশটি। এমন নিষিদ্ধ কনটেন্ট মুছে না ফেলায় ফেসবুক ও টুইটারকে এই জরিমানা করা হলো। এর আগে প্রযুক্তি জায়ান্ট গুগলকেও জরিমানা করা হয়। ডিবিটেক/বিএমটি